জি এম ক্যাপ্টন, কুড়িগ্রাম প্রতিনিধি :
অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে সবগুলো নদনদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। গত দুদিন ধরে নদীর পানি বাড়লেও এখনও দুধকুমার নদ ছাড়া সবগুলো নদনদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে নিম্নাঞ্চলসমুহ প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়,গত ২৪ঘন্টায় পানি বেড়ে দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৮ সে.মি ওপর দিয়ে এবং ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি ৩৭ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।এদুটি নদীর পানি বেশি বেড়ে বিপদসীমা বরাবর বইছে।
এছাড়াও তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদনদীর তীবরতর্ী চরাঞ্চলসমুহে পানি উঠে নিম্নাঞ্চলসমুহ প্লাবিত হয়েছে।
নতুন করে পানি বাড়ায় নদনদী অববাহিকার মানুষজন পড়েছেন বিপাকে।রাস্তাঘাটে পানি উঠায় চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
যেকোন মুহুর্তে এসব এলাকার বাড়িঘরে পানি উঠে ভোগান্তির আশংকা এসব মানুষের।
আরও পড়ুনঃ তিস্তার পানি বিপদ সীমার ১৯সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.