প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৩, ৮:০১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আলমগীর হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ডিজেল, পেট্রোল ও অকটেন ওজনে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে মামা ভাগিনা এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার ও মেসার্স ভাই ভাই স্টোর নামে অপর একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা মোট ১০ হাজার জরিমানা করা হয়।
সোমবার(৯ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো:শেখ সাদী এই জরিমানা করেন।
মামা ভাগিনা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনাকালে ডিজেল, পেট্রোল ও অকটেন ৫ লিটারে ১০০ মিলিলিটার তেল ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।ওজনে কম দেওয়া লিটার গুলো জনসম্মুখে ভেঙে ফেলা হয়েছে।
অপরদিকে মেসার্স ভাই ভাই স্টোরে ভেজাল খাদ্য রাখার দায়ে দোকান মালিককে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় অভিযানে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.