বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ৭১ টিভির প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গাজী শামীম (৩৫ ) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ জুলাই) রাত সাড়ে ৮ টায় বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাজী শামীম সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আচ্চাকান্দি গ্রামের গাজী কবির আলীর ছেলে।
জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, সাংবাদিক নাদিম হত্যাকান্ডে গাজী শামীম সক্রিয় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ পৌর শহরের পাট হাটি মোড়ে সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততা থাকায় গোয়েন্দা নজরদারীতে ছিলেন গাজী শামীম।
এনিয়ে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ ১৬ জনকে গ্রেপ্তার করা হলো।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, রোববার (৯ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ডিবির ওসি মো. আরমান আলী ও বকশীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পুরাতন গরুহাটি থেকে আটকের পর ডিবির হাতে গাজী শামীমকে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুন রাত সাড়ে ১০ টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর শহরের পাট হাটি মোড়ে একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের পথ রোধ করে তার ওপর হামলা চালায় ।
হামলায় মারাত্মক আহত নাদিম পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাংবাদিক নাদিম হত্যাকান্ডের ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলায় দায়ের করেন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম।
আরও পড়ুন রৌমারীতে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে দু:স্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.