এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত পৌরসভা গুলোর মধ্যে অন্যতম ত্রিশাল পৌরসভা।
পৌরসভা তথা উপজেলাবাসীর প্রিয় ব্যক্তিত্ব জনবান্ধব মেয়র এবিএম আনিছুজ্জামান সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল আযহা এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্বশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগী করে নেওয়া।
নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্ণতা লাভ করে পবিত্র ঈদের খুশী।
ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই।
মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।
ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুলশতা ও জটিলতা। আল্লাহ সবাইকে মাফ করুন, হেফাজত করুন-আমিন।
ঈদুল আযহা উপলক্ষে আমার পৌর এলাকা এবং উপজেলাবাসীসহ সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
আরও পড়ুন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
Leave a Reply