হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ঈদের আগে সমাজের অসহায় - দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ আদর্শ কল্যান পরিষদের সদস্যরা।
মঙ্গলবার (২৭ জুন)সকাল ১১টায় বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো.আবুল বাশার মিয়ার মিয়ার সভাপতিত্বে শাকুয়াই ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনূস আলী খানের প্রধান অতিথিত্বে ৮০ জন অসহায় - দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।ঈদ উপহার বিতরণ মাঝে ছিল সেমাই,চিনি, তৈল, সাবান,ডাউল,নুডুলস,প্রান,লবন।
এসময় বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন
মো.নবী হোসেন, মো.শহীদুল হক খান সুজন, মো.শফিকুল ইসলাম,মো.মীর মোস্তাক রনি,মোছা মাহমুদা আক্তার মিলনী,মো.শফিকুল ইসলাম শফিক,মো.শেখ জাকারিয়া আহমেদ সুজন,মো.এখলাছুর রহমান সিরাজী,মো.আবুল হাসি,মো.জালাল উদ্দিন,মো.রওশন আলী,মো.রাকিব হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ঈদের খুশি ভাগাভাগি করে নিতেই আজকে এই ক্ষুদ্র প্রয়াস।
ঈদ আনন্দ সবার। গরীব-দুঃখী মানুষও যেনো ঈদ আনন্দে সামিল হতে পারেন এজন্যই সামাজিক ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ আদর্শ কল্যান পরিষদের সদস্যরা সব সময় বাংলাদেশর বিভিন্ন জেলায় এমন প্রোগ্রাম করে থাকি।
তারই ধারাবাহিতায় ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার শাাকুয়াই ইউনিয়নে আমাদের এ আয়োজন।
বাংলাদেশ আদর্শ কল্যান পরিষদের সদস্যরা অন্যান্য সামাজিক কাজের পাশাপাশি প্রতি বছরই ঈদ সামগ্রী বিতরণ করে থাকে। সমাজে অন্য বিত্তবানদেরও দুস্থ মানুষ কল্যাণে এগিয়ে আসার আহবান করেন ।
সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছে বক্তরা আরও বলেন, ঈদ উপলক্ষে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে এমন চিত্র দেখা যাচ্ছে।
তাই এমন দুর্ঘটনা যেন কাহারোর জীবনে না ঘটে, সেদিকে সবাই খেলায় রাখবেন।
আরও পড়ুন মহিলা মাদ্রাসায় যৌন নিপীড়নের ঘটনা দ্রুত দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে-বিএমইউজে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.