সাইফুল ইসলাম তালুকদার,বাপসনিউজ,
ইউএইঃঈদ, কুরবানী, উৎসব আর পুজাতে সংযুক্ত আরব আমিরাত হতে দেশে যেতে সুলভে বিমান টিকেট পাওয়া প্রায়ই অসম্ভব।
আবুধাবি - চট্টগ্রাম রুটের টিকেট তো সোনার হরিণ মাত্র। এ রুটে ক্ষেত্র বিশেষে দ্বিগুন দামেও মিলে না এয়ার টিকেট। ফলে প্রবাসীরা বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীরা আছেন নানা ভোগান্তিতে।
খবর বাপসনিউজঃসংযুক্ত আরব আমিরাতে ১০ লক্ষাধিক প্রবাসীদের অধিকাংশই বৃহত্তর চট্টগ্রামের প্রবাসী হলেও চট্টগ্রামগামী ড্রাইরেক্ট ফ্লাইটের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম।
উপরোন্তু আবুধাবি - চট্টগ্রাম রুটে এয়ার এরাবিয়ার সাপ্তাহিক সাতটি ফ্লাইট কমিয়ে ৩ টি করাতে প্রবাসীদের দূর্ভোগ চরমে। তাই ইচ্ছে থাকা সত্বেও দেশে ঈদে, উৎসবে যেতে পারেন না স্বল্প বেতনের প্রবাসীরা।
আবুধাবি হতে ভারত, পাকিস্তান, নেপাল শ্রীলংকাসহ অন্যান্য দেশের প্রবাসীরা বিশ্বের অন্যতম 'লো বাজেট ফ্লাইট উইজ এয়ার লাইনস' এর মাধ্যমে তাদের স্ব স্ব দেশে অনেক কম দামে ভ্রমণের সুবিধা নিতে পারলেও আমাদের দেশের প্রবাসীরা এটা থেকে বঞ্চিত।
কেননা এ এয়ারলাইনসটি আবুধাবী হতে ঢাকা ও চট্টগ্রাম সরাসরি চালু হবার প্রক্রিয়া শুরু হলেও অদৃশ্য কারণে তা বন্ধ হয়ে যায়।
আমিরাতে কর্মরত স্বল্প বেতনের প্রবাসীরা আবুধাবি চট্টগ্রাম রুটে এবং আবুধাবি ঢাকা রুটে উইজ এয়ার চালু করার দাবী জানান।
আমিরাতে ঈদ ও কুরবানীতে প্রায় সাপ্তাহিক খানিক ছুটি থাকলেও আমাদের দেশের প্রবাসীরা এ সুযোগে দেশে যেতে পারেন না কেবলমাত্র বিমানের উচ্চ মূল্যের কারণে।
তাই রেমিট্যান্স যোদ্ধারা বিমানের টিকেটের মূল্য কমানোর পাশাপাশি ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবী জানান।
তাদের প্রত্যাশা পরবাস বান্ধব সরকার প্রবাসীদের কল্যাণে যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন।
আরও পড়ুন ঈদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে বিট পুলিশসিং সভা করছেন -ওসি শাহ কামাল আকন্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.