মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নলকুড়া ইউনিয়নের গুমড়া গ্রামে আলমিনা নামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক সুজন (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ জুন বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন একই এলাকার মৃত আব্দুল্লাহ'র ছেলে এবং ধর্ষিতা আলমিনা গুমড়া গ্রামের আইনালের মেয়ে।
থানার সুত্রে জানা গেছে, গত ১৯ জুন সোমবার দুপুর ২ঘটিকার প্রতিবেশী চাচা সুজন মিয়া ফুঁসলিয়ে নিয়ে আলমিনাকে ধর্ষণ করে।
প্রথম পর্যায়ে স্থানীয়রা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
খবর পেয়ে বুধবার রাতে ঝিনাইগাতী থানা পুলিশ গুমড়া গ্রামে গিয়ে ধর্ষিতা শিশুকে উদ্ধার সহ ধর্ষক সুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে বুধবার রাতেই শিশুটির বাবা আইনাল হক বাদী হয়ে সুজনের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে।
পরে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহন করে মামলা রুজু করেন।
বৃহস্পতিবার সকালে ধর্ষিতা শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা সহ গ্রেপ্তারকৃত আসামী সুজনকে শেরপুর কোর্টে সোর্পদ করেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যায় দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.