রাতের অন্ধকারে জামালপুরের বকশীগঞ্জে বাংলা নিউজ টোয়েন্টিফোর এর সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হামলার শিকার হয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ২:৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
১৪ই জুন দিবাগত রাত অনুমান পৌনে ১০ টার সময় বকশীগঞ্জ পাটহাটি মোড়ে তিনি হামলার শিকার হন।
তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার সময় তিনি নিজ দোকান থেকে বাড়ী ফিরছিলেন।
এব্যাপারে পরিবারের পক্ষ থেকে জানা যায়, হামলাকারীদের বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ হাসপাতালে তার জবানবজবানবন্দী নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু অজ্ঞান থাকায় সম্ভব হয়নি।
তবে তার কিছুক্ষণ পরেই পৌর শহরের সিসিটিভির বেশকিছু ফুটেজ পাওয়া গেছে।
দোষীদের সনাক্ত করার পরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
নিহত সাংবাদিক নাদিমের জানাযার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে
Leave a Reply