আল কাদরি কিবরিয়া সবুজ, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জনসাধারণের সাথে গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
১২ জুন সোমবার বিকেলে (পলাশবাড়ী-সাদুল্লাপুর) উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের গাইবান্ধা-৩ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক এ গণসংযোগ শুরু করেন।
এসময় তিনি পৌরশহরের বিভিন্ন স্থানে সর্বস্তরের জনসাধারণকে উন্নয়ন, অগ্রগতির ধারা অব্যাহত রাখতে ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে নৌকা মার্কায় ভোট কামনা করেন।
গনসংযোগ শেষে এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বলেন, আমি দুইবারের নৌকা মার্কা নিয়ে নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান। গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জাতীয় সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছি।
আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার দীর্ঘদিনের অভিজ্ঞাতাকে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজে লাগানোর সুযোগ দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বিআরডিপি সভাপতি আতোয়ার রহমান, ১নং কিশোরগাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালিব মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কিশোরগাড়ী ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক শাহজাহান সিদ্দিক, যুবলীগ নেতা সেলিম সরকার, মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা মোস্তফা, মামুন, খলিলুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীগণ।
আরও পড়ুন নকলায় সাংবাদিকদের সাথে সদ্যযোগদানকৃত ইউএনও’র মতবিনিময়
Leave a Reply