মহসিন রেজা
জামালপুরের দেওয়ানগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছে স্থানীয়রা।
শুক্রবার সকাল ৬ টায় দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইত্তেফাকুল উলামা, দেওয়ানগঞ্জ উপজেলা কমিটি এ সালাতুস ইস্তিসকা নামাজ ও দোয়ার আয়োজন করে। নামাজ ও দোয়া পরিচালনা করেন দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মোঃ আলমগীর ।
এতে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা উপস্থিত হন।
নামাজে অংশগ্রহণকারী মুসল্লি এমদাদ হোসেন বলেন, দিনে গরম, রাতেও গরম। বিদ্যুৎ থাকে না। অনেক দিন বৃষ্টি নেই। গরমে ঘুম হচ্ছে না।
তীব্র গরমে শিশু ও বয়োবৃদ্ধদের বেশি কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে একটু বৃষ্টির আশায় আমরা নামাজ আদায় করছি।
ইসমাইল নামে একজন বলেন, রোদ-গরমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা এক ধরনের বড় দুর্যোগ। যে কোনো বিপদ ও দুর্যোগ থেকে রক্ষা পেতে আমরা প্রথমেই মহান আল্লাহ কে স্মরণ করি।
এ নামাজ ও দোয়ার মধ্য দিয়ে সেই কাজ করা হলো। সৃষ্টিকর্তা রহমত বর্ষণ করবেন বলে আশা করছি।
এদিকে শুক্রবার সকালে বৃষ্টির পর থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। শুক্রবার দুপুর ১২টায় দেওয়ানগঞ্জে তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন ময়মনসিংহে ধর্ষিতা ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর চিকিৎসা সহায়তায় ওসি শাহ কামাল আকন্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.