রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের
মোহনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী (১৪) গত মঙ্গলবার স্কুল শেষে
সহপাঠীদের সাথে বাড়ি ফেরার পথে ধর্ষন চেষ্টার শ্বিকার হয়।
ওই স্কুলছাত্রীর বাবা মোঃ আব্দুল মালেক (৪২) ঢুষমারা থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে পাঁচ জনের
বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন,১.মো: বিশু আলম (২২), ২.মো:সমেস আলী
(১৯), ৩. মোঃ সুমন মাহমুদ (২০), ৪.শাকিল মিয়া (১৯), ৫.নুর নবী মিয়া (২১)।
অভিযোগ পত্র সুত্রে জানা যায় আসামীরা ভিকটিমের পাশের গ্রামের বাসিন্দা।
মোছাঃ ঝর্ণা খাতুন(১৪) ( ছদ্মনাম) মোহনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী । এক
নং আসামী বিশু আলম দীর্ঘদিন হতে আমার মেয়েকে প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়ে আসছিল
এবং গত তিন চার মাস আগে মেয়েটিকে বিবাহের প্রস্তাব পাঠালে মেয়ের বাবা তার
সাথে বিয়ে দিতে রাজি হয়নি। সঙ্গত কারণে উক্ত বিশু আলম মেয়েটির
অপূরণীয় ক্ষতি করার পায়তারা করিতে থাকে। এতাবস্থায় গত ছয় জুন মঙ্গলবার
তাহার সহপাঠী বান্ধবীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কীর্তনতারী গ্রামস্থ জনাব মোঃ পলাশ
মিয়ার পাট ক্ষেত সংলগ্ন রাস্তায় পৌঁছালে উক্ত আসামিরা স্কুল ছাত্রীর পথরোধ করে এবং যৌন
হেনস্তার চেষ্টা করে। এ সময় ভিকটিম ও তার বান্দবীর ডাক চিৎকারে আশপাশে থাকা স্থানীয়
লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।
ধর্ষণ চেষ্টায় ঐ এলাকায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মাঝে খুবই আতঙ্ক বিরাজ করছে।
এ নিয়ে গত বুধবার মোহনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী এবং
এলাকাবাসী মিলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।
বিক্ষোভ মিছিলে তারা সবাই আসামিদের ফাঁসির দাবি জানিয়েছে।
মোহনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন (সবুজ) বলেন, প্রত্যন্ত
চরাঞ্চলে শিক্ষার আলো ও নিরক্ষতা হার বারাতে আমরা যখন পরিশ্রম করছি তখন এই বখাটেরা
তা ব্যহত করছে। এমন ঘটনায় স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে,তাই
আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,থানায় অভিযোগ
পেয়েছি, দুই জন আসামি গ্রেফতারও করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply