আলমগীর হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খেলাফত হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার রাত ১১টায় রুহিয়া সালেহিয়া মাদরাসা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর তিনটার সময় রুহিয়া কর্ণফুলী বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের কলোনিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার দেয়া হয়।
এ সময় ঠাকুরগাঁও সদরের সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম ও রুহিয়া থানার দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক আকবর আলী বীর মুক্তিযোদ্ধা খেলাফত হোসেনকে রাষ্ট্রীয় সালাম দেন।
খেলাফত হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার ভোর সাড়ে পাঁচটায় পানি উন্নয়ন বোর্ড কলোনির বাড়িতে তার মৃত্যু হয়। স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা খেলাফত হোসেনের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে। দীর্ঘ সময় পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেছেন। ২০০৩ সালে তিনি অবসরে যায়। মুক্তিযুদ্ধের সময় ৮ নম্বর সেক্টরের অধীনে সম্মুখ সমরে অংশ নেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.