বিনোদন ডেস্ক
শোবিজের সবাই ডাকেন বড়দা মিঠু। দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। তার প্রকৃত নাম মাহমুদুল হাসান মিঠু।
বৈচিত্র্যময় অভিনয় কারিশমা দেখিয়ে তিনি ভালোবাসা পেয়েছেন দর্শকেরও।
সম্প্রতি ‘শেষ বাজি’ নামে নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। চলচ্চিত্রটি পরিচালনা করবেন মেহেদী হাসান।
নতুন চলচ্চিত্র প্রসঙ্গে বড়দা মিঠু বলেন, ‘শেষ বাজি’ সিনেমার গল্প চমৎকার।
সাধারণত আমরা প্রেম ভালোবাসার গল্পের সিনেমা দেখি। কিন্তু এটি একটু থ্রিলার টাইপের। আশা করছি দর্শক নতুন একটি চরিত্রে আমাকে দেখতে পাবে।
আমার চরিত্র উপস্থাপনায় বরাবরই ভিন্নতা থাকে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি তো দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি সিনেমার অফার পেয়ে আসছিলাম। কিন্তু মনের মতো গল্প ও চরিত্র পাচ্ছিলাম না।
এ সিনেমাটির মাধ্যমে পেয়েছি। গল্পের সঙ্গে সামঞ্জস্য অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সব উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে।’
‘শেষ বাজি’ চলচ্চিত্রটিতে বড়দা মিঠু ছাড়াও রয়েছেন আরও অনেক চেনামুখ। জানা গেছে, মে মাসের ২০ তারিখ থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
প্রসঙ্গত, ছোটপর্দার গণ্ডি পেড়িয়ে এখন বড়পর্দায় ব্যস্ততা বেড়েছে বড়দা মিঠু। বর্তমানে ১৫ টি সিনেমা মুক্তি অপেক্ষায় রয়েছে এই অভিনেতার।
আরও পড়ুন ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসে প্রায় ৫৯ লাখ টাকা পরিশোধ করলেন বন বিভাগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.