রশিদুল আলম শিকদারঃ ডাংধরা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের
অভিযোগ, বিতরণ স্থগিত।দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ
উপজেলার ডাংধরা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ
ও আওয়ামীলীগ নেতাদের পাল্টা পাল্টি অভিযোগে থমথমে পরিবেশ পুলিশ এসে নিয়ন্ত্রণে
আনে চাল বিতরণ স্থগিত।
বৃহস্পতিবার ২০ এপ্রিল বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নেতাদের অভিযোগ ইউনিয়নের
২নং ওয়ার্ডের কারখানা গ্রামের নুরুল ইসলাম এর নিকট একত্রে ৭টি ভিজিএফ কার্ড
পাওয়া যায়, ১টি তার নিজের বাকী ৬টা কারখানা গ্রামের সাইফুল ইসলামের নিকট হতে
২হাজার টাকা দিয়ে কিনেছে বলে জানায়।অপরদিকে ইউনিয়ন পরিষদের পক্ষে জানানো
হয়, আমরা নিয়ম অনুযায়ী মাস্টারোল মোতাবেক চাল বিতরণ করতেছি, তারা (গফুর
আর্মীর লোকজন) এসে চাল বিতরণে বাঁধা গ্রস্থ করে, চাল বিতরণের ব্যানার ছিড়ে ফেলে,
ইউনিয়ন পরিষদের ২তলায় আগুন লাগে। এর ফলে আজকে চাল বিতরণ স্থগিত রাখা
হয়েছে। ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ গফুর আর্মী বলেন- গত ঈদে
যেসক গরীব মানুষ চাল পেয়েছে একই লিস্ট অনুযায়ী বিতরণের ফলেও অনেক গরীব
মানুষ এ চাল থেকে বঞ্চিত হচ্ছে। চেয়ারম্যান, মেম্বার রা লোকের মাধ্যমে কার্ড বিক্রি করছে
, গতকালও একজনকে ১১০ কেজি চাল সহ আটক করা হয়েছিল, আজও ৬টি কার্ড সহ
ধরেছি, এভাবে পাহাড়া দিয়ে চোর ধরা কঠিন কাজ। আমি এবিষয়ে ইউএনও স্যারকে
অবগত করেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চাল চোরের বিচার চাই।
এবিষয়ে ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমানের কাছে জানতে
চাইলে তিনি বলেন এসব মিথ্যে, আমি ইউএনও স্যারকে ঘটনা বলেছি, এখন কোন বক্তব্য
দিতে আমি প্রস্তুত নই।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.