নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে ২০২২-২০২৩ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ২য় পর্যায় কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার ৪ নং নিয়ামতপুর সদর ইউনিয়নে এ কাজের উদ্বোধন করা হয়।উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউএনও লিজা আক্তার বিথী।
এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলাম,৪ নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ইউপি সচীব রাজু আহম্মেদ,ইউপি সদস্য মনোয়ার হোসেন এবং আতাউর রহমান ওরফে আতাব উদ্দিন প্রমূখ।
এব্যাপারে নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলাম বলেন, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) কাজের ২য় পর্যায়ে ২ হাজার ৪৩৫ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে।
এসব শ্রমিক দিয়ে উপজেলার ৮ ইউনিয়নে ৪০ টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। একদিনের কাজের বিনিমিয়ে প্রত্যেক শ্রমিক মজুরি
পাবেন ৪০০ টাকা।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণীজনদের সম্মাননা জানানোর সংস্কৃতি চালু করেছেন মির্জা আজম এমপি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.