ইএসডিও,র নির্বাহী পরিচালক এর বাবার ১ম মৃত্যুবার্ষিকী পালন
আপডেট সময় :
সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
৪৬৫
বার পঠিত
ইএসডিও,র নির্বাহী পরিচালক এর বাবার ১ম মৃত্যুবার্ষিকী পালন
আলমগীর হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সোমবার (১০এপ্রিল) ইকো- সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার এর পিতা, ইএসডিও মাননীয় পরিচালক প্রশাসন ড.সেলিমা আখতার এর শশুর এবং প্রবীন হৈতষী র সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব জয়নাল আবেদীন ১ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে রানীশংকৈল জোন অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রানীশংকৈল উপজেলার পক্ষ থেকে করুনাময় আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন। রানীশংকৈল জোনের জোনাল ম্যানেজার আবু রায়হান, এডুকো ফান্ডের প্রকল্পের পিসি শরিফুল ইসলাম, এরিয়া ম্যানেজার আহসান হাবিব,এরিয়া ম্যানেজার মহিউদ্দিন, প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার খাইরুল আলম, সহ রানীশংকৈল উপজেলার সকল উন্নয়ন কমীগন।
6
আলমগীর হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সোমবার (১০এপ্রিল) ইকো- সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার এর পিতা, ইএসডিও মাননীয় পরিচালক প্রশাসন ড.সেলিমা আখতার এর শশুর এবং প্রবীন হৈতষী র সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব জয়নাল আবেদীন ১ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রানীশংকৈল জোন অফিসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রানীশংকৈল উপজেলার পক্ষ থেকে করুনাময় আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন। রানীশংকৈল জোনের জোনাল ম্যানেজার আবু রায়হান, এডুকো ফান্ডের প্রকল্পের পিসি শরিফুল ইসলাম, এরিয়া ম্যানেজার আহসান হাবিব,এরিয়া ম্যানেজার মহিউদ্দিন, প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার খাইরুল আলম, সহ রানীশংকৈল উপজেলার সকল উন্নয়ন কমীগন।
Leave a Reply