রাজিবপুর কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ফিলিং স্টেশন, তেল মিলসহ ৪ টি প্রতিষ্ঠানকে ৩৬,০০০/- জরিমানা ।
আজ বৃহস্পতিবার ০৬ এপ্রিল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর ও রৌমারী উপজেলা প্রশাসনের সহায়তায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই হতে মান সনদ গ্রহণ না করে সরিষার তেল উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১) ভাই ভাই তেলের মিল, কবরস্থান রোড, রৌমারীকে ১০,০০০/- জরিমানা করা হয়।
এছাড়া ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮ অনুযায়ী ওজন যন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় ২) ভাই ভাই এন্টারপ্রাইজ( রড সিমেন্টের দোকান), দাতভাংগা রোড, রৌমারীকে ৩,০০০/-, ৩) আবু বক্কর সিদ্দিক এন্টারপ্রাইজ (রড সিমেন্টের দোকান), দাতভাংগা রোড, রৌমারীকে ৩,০০০/- এবং ওজন- পরিমাপে প্রতি ১০ লিটার পেট্রোল ডিস্পেন্সিং ইউনিটে ২৯০ মিলি কম ও অক্টেন ডিস্পেন্সিং ইউনিটে ২৫০ মিলি কম দেয়ার অপরাধে ৪) ব্রক্ষপুত্র ফিলিং স্টেশন, রৌমারী, কুড়িগ্রামকে ২০,০০০/- জরিমানা সহ মোট ৪ টি মামলা দায়ের করে ৩৬,০০০/- জরিমানা করা হয়।
পাশাপাশি রৌমারী বাজারের মাছ, মাংস ও গালামালের ৮ টি দোকানের ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায় উক্ত অভিযানটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ বি এম সারোয়ার রাব্বি, ইউএনও ( অঃ দাঃ) ও সহকারী কমিশনার (ভূমি), রৌমারী, কুড়িগ্রাম। প্রসিকিউর ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব প্রান্তজিত সরকার , পরিদর্শক (মেট), বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।
বিএসটিআই এর কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির মু্ন্সির হাট শাখার ইফতার ও দোয়া মাহফিল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.