মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি।
সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে আশ্রয়ন প্রকল্প-২ এর ৪র্থ পর্যায়ে ৭৫ জন উপকারভোগীর মাঝে ভূমি ও গৃহ প্রদানের মাধ্যমে শেরপুরের ঝিনাইগাতীকে ভূমিহীন মূক্ত ঘোষণা করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২ মার্চ বুধবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ ঘোষনা দেন।
এ উপলক্ষে ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, সহকারি কমিশনার আশরাফুল কবীর, ওসি(তদন্ত) আবুল কাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল হক, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, উপকারভোগী, সুধীমহলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন ইসলামপুরে জমি দখলের অপপ্রচারের প্রতিবাদে যুব লীগ নেতার সংবাদ সম্মেলন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.