মোঃ মোরশেদ আলম চৌধুরী লামা প্রতিনিধি, ১৫ মার্চ
লামা উপজেলা ফাঁসিয়াখালীতে সন্দেহভাজন ঘোরাঘুরি করলে জনতা ধাওয়া করে দুই ডাকাতকে আটক করেছে। আজ বুধবার দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ২নং ওয়ার্ডে হারগাজা এলাকায় এই ঘটনা ঘটে।
ডাকাত আটকের বিষয়টি লামা থানাকে জানানো হয়েছে। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থলে লামা থানা পুলিশ টিম যাচ্ছে।
স্থানীয় লোকজন জানায়, বুধবার দুপুরে দেশীয় অস্ত্রসহ একদল ডাকাত দল ঘোরাঘুরি করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তাদের ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। এসময় স্থানীয় জনতা অস্ত্রসহ দুইজনকে আটক করেছে।
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন চৌধুরী বলেন, ইউনিয়নের হারগাজা, সাপেরঘারা, লাইল্যারমার পাড়া, গয়ালমারা এলাকাটির আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে। বহিরাগত সন্ত্রাসীদের আতুড়ঘরে পরিণত হয়েছে। এই এলাকায় একটি পুলিশ ক্যাম্প জরুরি হয়ে পড়েছে।
এদিকে এই ঘটনার পরপরই লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সন্দেহভাজন আরেকজনকে আটক করেছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.