মোছাঃ খাদিজা আক্তার বিথীঃ
জামালপুরের বকশীগঞ্জে স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১০ মার্চ সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা উদ্যোগে আয়োজনে শোভাযাত্রা মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা সম্মেলনের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, উপ -সহকারী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, সরকারি উলফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষক আজিম উদ্দিন আজিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকা, যুগ্ন সাধারণ সম্পাদক আগা সায়ুম, শিল্প বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক মোশারফ মিরাজ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দুর্যোগ সাধারণত দুই ধরনের। একটি প্রাকৃতিক ও অন্যটি মানব সৃষ্ট দুর্যোগ।
অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি সক্ষম। দুর্যোগে সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা গেলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব।
তাই এ ব্যাপারে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.