মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
"উন্নয়নের মহাসড়কে দেশ, দুধ-ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ শেখ হাসিনার বাংলাদেশ"এই প্রতিপাদ্যর আলোকে দিনাজপুরের বিরামপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তীর তত্ত্বাবধানে শনিবার বেলা ১২ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এক প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা চেয়াারম্যান খাইরুল আলম রাজু।
প্রদর্শনীতে গরু,মহিষ, ঘোড়া, ছাগল, বিড়াল, পাখি, খাদ্য, চিকিৎসা পদ্ধতি সহ নানাবিধ কার্যক্রমের বিভিন্ন স্টল পরিদর্শন করেন, উপজেলা চেয়াারম্যান খাইরুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ওসি সুমন কুমার মহন্ত , বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ও ডা: গোলাম মর্তুজার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক রিপন মানিক চৌধুরী, সিনিয়র সাংবাদিক ডাঃ নূরুল হক, মোবারক আলী, জাকিরুল ইসলাম, মিজানুর রহমান, মাহমুদুল হক মানিক সহ সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিটি প্রাণী কোঠায় ৩ জনকে পুরস্কার ও সনদ বিতরন করেন।
গাভী পালন কোঠায় ১ম হয়েছেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত জয়িতা ও খামারী জেসমিন আকতার।
খামারী জেসমিন আকতার জানান ৪ টি গাভী দিয়ে শুরু করে আজ তার খামারে ৭০ টি গরু রয়েছে।
তার খামারে প্রায় ৩শ লিটার দুধ হয়। তিনি সরকারীভাবে দুধ সংরক্ষনের দাবী জানান।
আরও পড়ুন ঝিনাইগাতীতে জমির মালিক জহুরুল হক সুষ্ঠু বিচারের আশায় দারে দারে ঘুরছে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.