মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি।
শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে মোবাইল ছিনাতাইকারী চক্রের ৪ সদস্যকে গাজীপুরের শালনা থেকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
২২ ও ২৩ ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার ওই ছিনতাইকারীদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝিনাইগাতী থানার রামেরকুড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আনোয়ারুল হোসেন সিক্কু (৩৫), ডাকাবর গ্রামের শহিদুল হকের পুত্র আয়নাল হক (২৮), প্রতাবনগর গ্রামের আজাহার আলীর পুত্র মোরাদ (২৬) ও নয়াগাঁও গ্রামের মৃত রহিম উদ্দিনের পুত্র সেলিম মিয়া (৪১)।
থানা সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারী ২০২৩ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঝিনাইগাতীর গজনীতে বনভোজনে আসে।
ওইসময় অজ্ঞাত ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র ও বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৮টি এন্ডোয়েড মোবাইল সেট ও ২১ হাজার ২ শত টাকা ছিনিয়ে নেয়।
পরে শিক্ষার্থীরা এ বিষয়ে ঝিনাইগাতী থানায় একটি অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের প্রেক্ষিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়ার দিক নির্দেশনায় এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে এক অভিযান চালিয়ে প্রথমে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার সুখনগর গ্রাম থেকে কামরুল (১৯) নামে একজনকে আটক করে।
আটককৃত কামরুল ও তার বড় ভাইয়ের তথ্যমতে বাকী আসামীদেরকে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমামীগণ ছিনতাই এর স্বীকারোক্তি প্রদান করেছে। আসামীদের কাছ থেকে ঝিনাইগাতী থানা পুলিশ ৪টি মোবাইল সেট উদ্ধার করেছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং- ১০, তারিখ- ২৬/০১/২০২৩ ইং। পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে আসামীদেরকে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার আদালতে সোপর্দ করেছে।
আরও পড়ুন বকশীগঞ্জে উপজেলা শিক্ষক পরিবারের পুনর্মিলনী অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.