বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাশেদুজ্জামান রনি (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদুজ্জামান রনি বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
বকশীগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২০১১ সালে একটি এবং ২০১৫ সালে দায়েরকৃত দুটি মাদক মামলায় ঢাকার একটি আদালত রাশেদুজ্জামান রনিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
এছাড়াও অন্য একটি মামলাতেও তার জেল হয়। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে সাজা মাথায় নিয়ে পলাতক থাকায় আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।
পরোয়ানাটি বকশীগঞ্জ থানা পুলিশের কাছে পাঠানো হলে বকশীগঞ্জ থানা পুলিশের সহকারী উপপরিদর্শক মাহফুজ আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাশেদুজ্জামান রনিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
অপরদিকে আরেকটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইদু সরকার (৫৫) কে ঢাকার সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছেন এএসআই মাহফুজ। ইদু সরকার বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন দেশের ভাষা, সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে প্রবাসীদের প্রতি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের আহ্বান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.