প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ণ
স্ত্রী র মর্যাদা পেতে স্বামীর বাড়ীতে অনশন

শাকিলা সরকার দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে দেবিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকার হিমেল চন্দ্র রায়ের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন ওই তরুণী। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুণী।
তবে অনশনের ৭২ ঘন্টা পার হয়ে গেলেও কোন সমাধান হয় নি এখনও।
হিমেল চন্দ্র রায় দেবীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ল্ড এলাকার উমাপতি রায়ের ছেলে।
অনশনকারী ওই তরুণী বলেন, ছয় বছর আগে ফেসবুকের মাধ্যমে হিমেল চন্দ্র রায়ের সঙ্গে আমার পরিচয় হয়। একপর্যায়ে আমার সঙ্গে হিমেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে আমাকে ঘুরতে নিয়ে যান হিমেল। সম্প্রতি এ বছরের পহেলা ফেব্রুয়ারিতে কোর্ট ম্যারেজের ডকুমেন্টে স্বাক্ষরের মধ্যমে আমাকে বিয়ে করেন।
তিনি আরও বলেন, বিয়ের পর হিমেল আমার সঙ্গে অসংখ্যবার মেলামেশা করেছেন। এরপর হঠাৎ ওর পরিবার ওর নতুন বিয়ে ঠিক করে। পরে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন হিমেল। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে হিমেলের বাড়িতে অনশন করছি; কিন্তু হিমেলের পরিবার আমার সঙ্গে খারাপ আচরণ করছেন।
অনশনের ঘটনা শুনে সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান পরিমল দে সরকার ছুটে আসেন। এবং তিনি জানান,ঘটনার সমাধানের জন্য সবার সঙ্গে কথা বলার চেষ্টা চলছে।
এ বিষয়ে দেবীগঞ্জ পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক আবু বলেন, দ্রত ঘটনার মীমাংসার ব্যবস্থা চলছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পেতে হিমেল চন্দ্র রায় (২৮) নামে এক যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী।
উল্লেখ যে পঞ্চগড়ে স্ত্রীর স্বীকৃতি পেতে ৭২ ঘণ্টা ধরে অনশনে তরুণী এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.