নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমুলক অপরাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে এ কর্মসূচি পালন করেন তারা।
এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার মান্দা সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ফেরিঘাট ও কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এবং নুরুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জোতবাজার চৌরাস্তার মোড়ে মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা।
এসব পয়েন্টে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান ও আব্দুল লতিফ শেখ, সহ-সভাপতি প্রভাষক আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি এস এম ব্রহানী সুলতান মামুদ গামা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আফসার আলী এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান প্রমূখ।
এছাড়াও একইদিন অন্যান্য ইউনিয়নেও এ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.