প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৩, ৯:১৩ পূর্বাহ্ণ
শিশুশ্রম নিরসন বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

আলমগীর হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ইএসডিও - সিএলএমএস প্রকল্পের আওতায় রানীশংকৈলে মটর পরিবহন শ্রমিক শাখা কার্যালয়, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন করার লক্ষ্যে শিশুশ্রম নিরসন বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গুলফামুল ইসলাম অফিসার ইনচার্জ রানীশংকৈল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , শামসুল আলম সভাপতি মটর শ্রমিক ইউনিয়ন রানীশংকৈল । সভায় ইএসডিও - সিএলএমএস প্রকল্পের, প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল প্রকল্পের কার্যক্রম তথা রানীশংকৈল উপজেলার ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের তথ্য ও বর্তমান চলমান অগ্রগতি গুলো নিয়ে আলোচনা করেন । শামসুল আলম বলেন কোন ভাবে প্রতিষ্ঠানে শিশুদের নিয়োগ করা যাবে না, তিনি আরো বলেন শিশুরা দেশ ও জাতির ভবিষ্যত।
গুলফামুল ইসলাম বলেন, শিশুশ্রম নিরসন একটি গুরুত্বপূর্ণ বিষয়। উন্নত জাতি হিসেবে নিজেদের গড়তে হলে শিশুশ্রম বন্ধ করতে হবে। শিশুশ্রম বন্ধ করতে প্রতিটি পরিবারকে অবশ্যই সচেতন করে তুলতে হবে এবং কোন প্রতিষ্ঠানে শিশুশ্রমিক নিয়োগ করা যাবে না। ইএসডিও কে ধন্যবাদ জানান যে তারা শিশুদের স্কুলে ভর্তি করে স্কুলমুখী করেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, আকলিমা বেগম, সিএলএমএস প্রকল্প রানীশংকৈল সহ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলার ০৫ টি উপজেলায় ৩ টি পৌরসভা ও ৫৪ টি ইউনিয়নে ইএসডিও - সিএলএমএস প্রকল্পটি ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসণে কাজ করছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.