নিজস্ব প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জের কৃকি সন্তান সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রীর একমাত্র ছেলে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ছামির সাত্তারকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ১ ফেব্রæয়ারি রোজ বুধবার দুপুরে উপজেলা শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় ও বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম এ সাত্তার, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ও সংবর্ধিত অতিথি ব্যারিস্টার ছামির সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ কে এম হামিদুল্লাহ, ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রিন্স, ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ প্রমুখ।
এছাড়াও স্থানীয় সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন
সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার ছামির সাত্তারকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুনঃ সরকারি ইসলামপুর কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.