রতন রায়হান, রংপুর।
রংপুরের হারাগাছে মায়া বাজার কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (মাকু) এর আয়োজনে গতকাল সন্ধ্যা ০৭.০০ঘটিকায় মাকুর সেমিনার রুমে মোঃ সাইফুল ইসলাম মানিক (উপদেষ্টা মাকু) এর সভাপতিত্বে নব নির্বাচিত রংপুর ও পীরগাছা ক্লাষ্টার প্রতিনিধি পরিষদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি মোছাঃ ফাহমিদা সুলতানা সীমা, ভাইস চেয়ারম্যান কালব, বিশেষ অতিথি মোঃ জিল্লুর রহমান, ডিরেক্টর ‘‘ক’’ অঞ্চল কালব, উজ্জ্বল কুমার মিত্র, জেলা ব্যবস্থাপক কালব, রংপুর ছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন।
হারাগাছের কৃতিসন্তান ও মায়া বাজার কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (মাকু) এর বর্তমান চেয়ারম্যান মোঃ আলিমুল রেজা খান জুয়েল, রংপুর জেলা ক্লাষ্টার প্রতিনিধি পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হওয়ায় তাকে সহ রংপুর পীরগাছা নব-নির্বাচিত ক্লাষ্টার প্রতিনিধি পরিষদের সকলকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আলিমুল রেজা খান জুয়েল বলেন, সততা ও নিষ্ঠার সহিত কাজ করে যেতে হবে সবাইকে তাহলে সংগঠন এগিয়ে যাবে অনেক দুর। আমন্ত্রিত অতিথিরা মাকুর সংবর্ধনা পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, এরকম আয়োজন করাতে আমরা অত্যন্ত আনন্দিত।
Leave a Reply