মোরশেদ আলম চৌধুরী লামা বান্দরবান
লামা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন-২২ সম্পন্ন হয়েছে। ৩০ ডিসেম্বর বিকেল ৪টায় লামা কুটুমবাড়ি রেস্টুরেন্টের ২য় তলায় গোপন ব্যালটের মাধ্যমে সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা লামা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম রুহুল আমিন, উপদেষ্টা ও লামা প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান এর উপস্থিতিতে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটিতে আহবায়ক মোহাম্মদ শাহনেওয়াজ, সদস্য সচিব মোঃ আলমগীর, সদস্য বিপ্লব দাশ ও অরুপম বড়ুয়া দায়িত্ব পালন করেন।
নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ইউছুপ মজুমদার দোয়াত কলম মার্কা প্রতীকে ৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং চেয়ার মার্কা প্রতীকে উজ্জ্বল বড়ুয়া ৭ ভোট পেয়ে ২য় স্থান লাভ করেন। এদিকে রাত ৭টায় নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ সহ প্রমূখ।
২০১৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করেন। এই প্রথম গোপন ব্যালেটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিচালনা কমিটি নির্বাচিত করেন।
এর আগে সাধারণ সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নুর মোহাম্মদ মিন্টু ও সাংগঠনিক সম্পাদক পদে আবুল হাসেম মনোনীত হন।
আরও পড়ুন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরামপুরকে রিপ্রেজেন্ট করছে ফাহিম সরকার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.