হোসেন শাহ্ই ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
আগামী নির্বাচনে জয়ী হয়ে ইসলামপুর উপজেলাকে আধুনিক উপজেলায় পরিণত করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ।
ইসলামপুরে জাতীয় পার্টির চিনাডুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দ্বি বার্ষিকী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, কোন শক্তি ও ষড়যন্ত্র করে আগামী নির্বাচনে আমাকে এ আসন থেকে বাদ দিতে পারবে না।
একবার ক্ষমতা দাপটে আমাকে এ আসন থেকে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এবার হয় জয় না হয় ক্ষয়। এ আসন থেকে বিজয়ী হয়ে ইসলামপুর উপজেলাকে একটি আধুনিক উপজেলায় পরিণত করা হবে।
শনিবার (২৪ ডিসেম্বর) রাত আটটায় গুঠাইল বাজার আলহেরা আইডিয়াল একাডেমি প্রাঙ্গনে জাতীয় পার্টি চিনাডুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ডের সভাপতি ফেলু শেখ ঘুতুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জেলা সাবেক যুব সংহতি এড. আনিছুর হক মানিক, সেচ্ছা সেবক পার্টির আহবায়ক মালেক, পৌর আহবায়ক শাহাজাদা চৌধুরী, উপজেলা জাতীয় পার্টি সচিব জিল্লুর রহমান বিপু, যুগ্ম আহবায়ক ফেরদৌসুর সরকার,সাইফুল ইসলাম আরজু মিয়া, জেলা জাতীয় পার্টি সদস্য হারুন অর রশিদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য আল- আমিন মাষ্টার,রোকনুজ্জামান সবুজ, আব্দুল খালেক, রাজা, জাতীয় সেচ্ছা সেবক পার্টির সভাপতি জুয়েল সরকার, উপজেলা যুব সংহতি আহবায়ক শাহিন,যুগ্ম আহবায়ক জহুরুল মন্ডল, উপজেলা মহিলা জাতীয় পার্টি সহ-সভাপতি আনিছা বেগম,চিনাডুলী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান লাঞ্জু,সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ হিরু প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ফেলু শেখ ওরুফে ঘুতু এবং হানি শেখ কে সাধরণ সম্পাদক ঘোষণা করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দ্দেশ প্রদান করা হয়।
আরও পড়ুন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.