জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিধবার বাড়িতে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে।
বকশীগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া গ্রামে রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। এঘটনায় ভিকটিম পরিবার বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, পৌর শহরের মৃত আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগমের (৪০) সঙ্গে স্থানীয় ফরিদ মিয়ার ছেলে শাকিল খান ও ফরিদ মিয়ার জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।
এনিয়ে বিভিন্ন সময় বিধবা শাহানা বেগমকে অশ্লীল কথা ও কু প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে থাকেন শাকিল খান।
রোববার (২০ নভেম্বর) গভীর রাতে শাহানা বেগমের রান্না ঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ওই অগ্নিকান্ডে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শাহানা বেগম।
শাহানা বেগম জানান, আমার স্বামীর মৃত্যুর পর থেকে শাকিল খান আমাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে। একই সঙ্গে ওই পরিবার আমার পরিবারের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে আসছে। শাকিল ও তার পরিবারের লোকজন আমার বাড়িতে আগুন দিয়েছে।
আমি এর বিচার চাই। অগ্নিসংযোগের ঘটনায় বিধবা শাহানা বেগম বাদী হয়ে শাকিল খান, তার বাবা ফরিদ মিয়া , জাহানারা বেগম, সরুফা বেগম ও শফিকুল ইসলামকে বিবাদী করে মঙ্গলবার (২২ নভেম্বর) বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল হান্নান জানান, অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা যাচাই করতে প্রাথমিক তদন্ত করা হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন দুধ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহুমাত্রিক দুগ্ধজাত পণ্য উৎপাদন” ২য় ব্যাচ প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.