আলমগীর হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে উত্তাপ ও উত্তেজনা বাড়ছে। দিন যতই অতিবাহিত হচ্ছে উত্তাপ ততই ছাড়াচ্ছে। ঠাকুরগাঁওয়ে বিশ্বকাপ কে স্বাগত জানিয়ে বিভিন্ন টিমের ভক্তদের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হচ্ছে। এর মধ্যে মিটিং, সভা, আড্ডা, র্যালি রয়েছে। এভাবেই প্রিয় টিমগুলোকে শুভেচ্ছা জানিয়ে কাতার বিশ্বকাপকে স্বাগত জানাচ্ছে ফুটবলপ্রেমী মানুষজন।
কাতার ফুটবল বিশ্বকাপকে ঘিরে ভক্ত, সমর্থকদের নানা রাকম কর্মকান্ড দেখা যায়। এর মধ্যে পছন্দের টিমের প্রতি ভালবাসা জানান দিতে নিজের বাড়িতে, গাড়িতে, দোকান প্রতিষ্ঠানে পছন্দের টিমের পতাকা টাঙ্গানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তর্ক, বিতর্ক, ক্ষেপানো, হাসাহাসি ও বিভিন্ন ধরনের ট্রোল করা। কোন টিমের সমর্থক কোন ছবি বা ভিডিও ছাড়লে বিপরীত পক্ষের সমর্থকেরা নানা ধরনের মন্তব্য করছেন। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন দেশের টিমের সাপোর্টার থাকলেও সবচেয়ে বেশি চোখে পরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের। এ দুই দেশের ফুটবল সমর্থকদের বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত।
ঠাকুরগাঁওয়ে বিশ্বকাপ উপলক্ষে চলছে জমজমাট প্রচার-প্রচারনা। খেলার দোকানগুলিতে ভীড় করছে আর্জেন্টিনা, ব্রাজিল বা প্রিয় টিমের সমর্থকেরা। এছাড়াও রাস্তায় রাস্তায় হাতে করে বিভিন্ন টিমের পতাকা বিক্রি করতেও দেখা যায়। সমর্থকেরা দাম বেশি হলেও নিজেদের প্রিয় টিমের জার্সি কিনছেন। এরই মধ্যে খেলার সরঞ্জাম বিক্রির দোকানগুলিতে জার্সি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার জার্সি পাওয়া যাচ্ছে না। এর সাথে রয়েছে খেলার দোকনগুলোর পক্ষ থেকে বেশি দাম নেওয়ার অভিযোগ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে “ঠাকুরগাঁও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী”র আয়োজনে আড্ডার আয়োজন করা হয়। পরে প্রায় ২শ হাত পতাকা নিয়ে শতাধিক সমর্থক সেখানে ব্যানার ও মিউজিক বাজিয়ে র্যালি করে। এ সময় আর্জেন্টিনা ভক্তদের হাতে হাতে বাংলাদেশের সুবিশাল পতাকা, আর্জেন্টিনার ছোট, মাঝারী, বড় বেশ কয়েকটি পতাকা বহন করতে দেখা যায়। এছাড়াও সকলের হাতে হাতে ছিল ছোট ছোট শতাধিক পতাকা। প্রায় সকল সমর্থক আর্জেন্টিনার জার্সি পরে নেচে গেয়ে আর্জেন্টিনা টিমের জন্য শুভপ্রত্যাশা কামনা করে কাতার বিশ^কাপকে স্বাগত জানায়।
অপরদিকে গতকাল শুক্রবার “ঠাকুরগাঁও ব্রাজিল সমর্থক গোষ্ঠী”র পক্ষ থেকেও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আড্ডা দেওয়া হয়। এ সময় ব্রাজিলের বিভিন্ন খেলোয়াড়ের ছবি সম্বলিত ফেসটুন নিয়ে মাঠে র্যালি করে সমর্থকেরা। তারাও হাতে বাংলাদেশ ও ব্রাজিল টিমের পতাকা নিয়ে মাঠের চারিদিকে ঘুরে ব্রাজিল টিমের জন্য শুভকামনা প্রত্যাশা করে কাতার বিশ্বকাপ কে স্বাগত জানায়।
সবকিছু মিলিয়ে বিশ্বকাপে উত্তাপ ও উত্তেজনা বাড়বে সেই সাথে পছন্দের টিমগুলো তাদের নিজেদের সেরা খেলা উপহার দিক। দিন যতই ঘনিয়ে আসবে উত্তাপ ততই বাড়বে। সকলেরই পছন্দের টিম কাতার বিশ^কাপে ভাল ফলাফল উপহার দিবে এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.