নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে অবৈধ দখল দ্বারদের সরাতে না পাড়ায় সরকারি সুপার মার্কেট নির্মাণ কাজ গতি ৫ মাসেও শুরু করতে পারেনি ঠিকাদার।
সরকার ডেভেলপমেন্ট ওর্য়াক হিসেবে উপজেলা শহরের সার পট্টি এলাকার একক্ষন্ড খাস জমিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট সুপার মার্কেট নির্মাণের উদ্দ্যোগ নেয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রথম দফায় দোতলা পর্যন্ত ওই মার্কেট নির্মাণে ৩ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেয়।
নওগাঁর ইথেন এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে এ সুপার মার্কেট নির্মাণের কাজটি হাতিয়ে নেয়।
জানা গেছে, ওইস্থানের খাস জমি অবৈধ ভাবে দখল নিয়ে কিছু দিন ধরে কতিপয় ব্যবসায়ী পেঁয়াজের ব্যবসা করে আসছেন। পেঁয়াজ ব্যবসায়ীদের দখল নেয়া ওই স্থানের সরকারি খাস জমিতে এ সুপার মার্কেট নির্মাণ কাজ শুরুর তারিখ গত ২ জুন শেষ হয়েছে।
সম্প্রতি উপজেলা প্রসাশন ওই মার্কেট নির্মাণের সরকারি খাস জায়গা দখল করে নেয়া পেঁয়াজ ব্যবসায়ীদের মৌখিক ভাবে তাদের মালামল দ্রুত অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। ব্যবসায়ীরা প্রসাশনের ওই মৌখিক নির্দেশ অমান্য করে তাদের ব্যবসা অব্যহত রাখে সেখানে।
গত ১৫ নভেম্বর সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান সরকারি জায়গায় অবৈধ ভাবে দখল করে নেয় পেঁয়াজ ব্যবসায়ীদের সেখান থেকে উচ্ছেদে অভিযান চালায়।
এ সময় স্থানীয় একটি মহলের প্রত্যক্ষ মদদে ব্যবসায়ীরা তাদের উচ্ছেদ অভিযানে বাধা দেয়। এক পর্যায়ে প্রসাশন তাদের ওই অভিযান বন্ধ করে দেয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন সরকারি খাস জমি অবৈধ ভাবে দখলকারী পেঁয়াজ ব্যবসায়ীদের একটা সময় দেয়া হয়েছে।
এ সময়ের মধ্যে তারা সরকারি খাস জায়গায় ছেড়ে না দিলে এবং ওই মার্কেট নির্মাণে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে পেঁয়াজ এবং ফুট পাতের খুচরা নতুন ও পুরাতন জামা-কাপড় ব্যবসায়ীরা জানান, অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণকৃত মার্কেটের রুমে তাদের ব্যবসা করার নিশ্চয়তা পেলে তারা তাদের মালামাল স্বেচ্ছায় অন্যত্র সরিয়ে নিবেন।
এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈকত কুমার দাস বলেন, এ সুপার মার্কেট টির কাজ শুরুর কথা ছিল গত ২ জুন এবং শেষ করার তারিখ ছিল আগামী ১ জুন ২০২৩।
তবে পেঁয়াজ ব্যবসায়ীদের দখলে থাকা সরকারি খাস সম্পত্তি দখলমুক্ত না হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান সময়মত নির্মান কাজ শুরু করতে পারেনি বলে ওই প্রকৌশলী জানান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.