হোসেন শাহ্ ফকির, ইসলামপুুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর পৌর শহরের করিম ফকির নামে এক কৃষকের বসতবাড়ি বিদ্যুৎতের আগুন লেগে পুড়ে ছাই হয়েছে।
রবিবার দুপুরে ইসলামপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মৌজাজাল্লা ফকিরবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
বিদ্যুৎতের আগুন মুহুর্তের মধ্যে সূত্রপাত হয়ে করিম ফকিরের একটি টিনশেড বসত ঘর, নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান।
ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় বাড়ীতে কেউ ছিলনা। করিম ফকিরের স্ত্রী বাইরে থেকে এসে তাদের বসত ঘরের ভিতর আগুন দেখতে পেয়ে চিৎকার দেয়।
তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ও ইসলামপুুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘর ও ঘরের ভেতর থাকা নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ইসলামপুুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল ইসলাম জানান, বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরো বলেন, পল্লী বিদ্যুৎতের খুঁটি এবং বাঁশের ঝাড় থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে সময় লেগেছে।
এতে প্রায় পাঁচ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন রানীশংকৈল ইএসডিও সমৃদ্ধি কর্মসূচির আওতায় ফ্রী ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.