মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কৃষি অফিসের কৃষক হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইগাতীর বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে ।
২০২২/২৩ অর্থবছরে রবি মৌসুমে গম,ভুট্রা,সরিষা,সূর্যমুখি,চিনাবাদাম,সয়াবিন,শীতকালীন পেয়াঁজ,মুগ,মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের নিমিত্তে কৃষি প্রণোদনা ২০২২ বিতরণ করা হয়েছে ।
এর আগে উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা আশরাফুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম ।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাদিয়া আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার,সমবায় অফিসার রুকুনুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম প্রমুখ ।
পরে উপজেলার ৭টি ইউনিয়নে ৪হাজার ১শ কৃষকের মাঝে ১০ কেজি ডিএফপি, ১০কেজি এমওপি, ১কেজি সরিষা, ২০ কেজি গম, ২ কেজি ভুট্রা ও ১ কেজি পেয়াঁজ কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে বিতরণ করা হয় ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.