মোঃরফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট ময়মনসিংহ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী কড়ইতলী (কোচপাড়া)এলাকায় বৃহস্পতিবার রাত দেরটার দিকে ভারতীয় হাতির পাল এসে বিভিন্ন ফসলি জমিতে তাণ্ডব চালায়।
এলাকাবাসী তাড়ানোর চেষ্টা করলে এ সময় হাতির আক্রমণে এক কৃষক মারা যান।
এই এলাকার বর্তমান চেয়ারম্যানের ভাই আব্দুল জলিল হিরু মিয়া বলেন
নিহত হাজী নওশের আলী ৬৫ একই এলাকার মুসলেম উদ্দিনের ছেলে।
তিনি আরো বলেন, এলাকাগুলোতে প্রায় প্রতিদিন ভারতীয় মেঘালয় রাজ্যের পাহাড় থেকে বন্য হাতির পাল আসে। মাঝেমধ্যে বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত করতে চাইলে এলাকাবাসী মশাল, টর্চলাইট ও পটকা ফোটানোসহ ভয় দেখিয়ে হাতির দলকে তাড়ানোর চেষ্টা করে।
’ এরই ধারাবাহিকতায় এলাকার মানুষ কৃষি ফসল রক্ষা করতে রাতে পাহাড়া দিচ্ছিলেন।বন্য হাতি দলবেঁধে নামতে দেখে সাথে থাকা সকল লোকজন দৌড়ে চলে যায়।
লোকটি বয়স্ক হাওয়ায় সে দৌড়াতে পারে নাই, এমত অবস্থায় হাতি আক্রমণ করে লোকটিকে মেরে ফেলে।
হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইমরান আল হোসাইন
বলেন, ‘বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ভারতীয় হাতির পাল কড়ইতলী এলাকায় এসে বিভিন্ন ফসলি জমিতে তাণ্ডব চালায়। এলাকাবাসী তাড়ানোর চেষ্টা করলে এ সময় হাতির আক্রমণে এক কৃষক মারা যান।’
এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন দেওয়ানগঞ্জের মদন মোহন ঘোষ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.