মহিউদ্দিন মহি (ফেনী প্রতিনিধি) ||
ফেনীতে অস্ত্র মামলায় ৭ আসামির প্রত্যেককে ২২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউছুপ এ রায় ঘোষণা করেন।
সাজা পাওয়া আসামি ফেনী সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মহিউদ্দিন (৩৪), কসবা গ্রামের ওসমান গনি (৩৬), হুামায়ুন কবীর (৩৫), দক্ষিণ ছনুয়া গ্রামের মো. ইয়াছিন (৩৪), নারায়ণপুরের নুরুল ইসলাম জিয়া (৩৩), কসবা গ্রামের সাখাওয়াত হোসেন (৩০) ও সফিকুল ইসলাম (৩২)।
রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে নুরুল ইসলাম ও সফিকুল ইসলাম ছাড়া অন্য পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। পলাতক দুজন গ্রেপ্তার হলে বা স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে তখন থেকে তাঁদের রায় কার্যকর হবে।
আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৪ এপ্রিল পুলিশ ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি কক্ষ থেকে একটি গুলিসহ দেশীয় বন্দুক, একটি গুলিসহ একনলা বন্দুক, একটি গুলিসহ দেশি পাইপগান, দুটি ছোরা ও তিনটি রামদা উদ্ধার করা হয়।
একই সঙ্গে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরদিন পুলিশ বাদী হয়ে ওই ৭ জনের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় অবৈধ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, চোরা ও রামদা রাখার অপরাধে ফেনী মডেল থানায় একটি মামলা করে।
সাত আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। শুনানিতে বাদীসহ ১০ জনের সাক্ষী নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ সহকারী কৌঁসুলি ফরিদ আহম্মদ হাজারী। তিনি বলেন, ৭ আসামির প্রত্যেককে ২২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে নুরুল ইসলাম ও সফিকুল ইসলাম পলাতক।
আরও পড়ুন নান্দাইলে কালভার্ট যেন মরন ফাঁদ ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.