মহিউদ্দিন মহি ||
ফেনীতে বিগত নয় মাসের বিভিন্ন স্মৃতি, কথা ও অভিজ্ঞতা সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে সদ্য বিদায়ী পুলিশ সুপার ২২ আগস্ট সোমবার সকালে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে, ফেনী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন-এই তো সেদিন ৫ই নভেম্বর ২০২১ সালে আপনাদের জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করি।
যোগদানের শুরু থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কাজ করতে করতে চোখের পলকেই কেটে গেল নয়'টি মাস। চলতি মাসেই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পেয়েছি।
আজ বিদায় ক্ষণে হৃদয়ের স্মৃতিপটে বারবার নাড়া দিয়ে উঠছে বিগত নয় মাসের বিভিন্ন স্মৃতি, কথা ও অভিজ্ঞতা। ফেনীতে কর্মকালীন আপনাদের সবার সহযোগিতা পেয়েছি। বিদায়বেলা তাই আবেগ আপ্লুত হয়েছি।
ফেনী একটি অগ্রগামী জেলা, এ জনপদের মানুষ অতিথি পরায়ণ। পুলিশ সুপার হিসেবে ফেনী আমার প্রথম কর্মস্থল। তাই এ জনপদের প্রতি আমার ভালোবাসা অকৃত্রিম, আবেগ অপরিসীম।
আমার কর্তব্যকালীনে জেলা পুলিশ আপনাদের কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার চেষ্টা করেছি। দায়িত্বকালীন অপরাধ দমনে যতটা কঠোর ছিলাম, তেমনি নাগরিকের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ততোধিক মনোযোগী থেকেছি।
জেলা পুলিশের সেবার মান বৃদ্ধিতে কিছু সুনির্দিষ্ট কাজের সূচনা করতে পেরেছি।
গত ৯ মাস ১৭ দিনে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং নতুন কর্মস্থলে সফলতার জন্য আপনাদের ভালবাসা ও দোয়া প্রত্যাশা করছি।
আরও পড়ুন ডাংধরায় কুকুর আতঙ্কে সকল জনগণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.