নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার ১১ আগষ্ট ২০২২ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা
ইউনিয়নের হারুয়াবাড়ী আকন্দ পাড়া( কাজী পাড়া) গ্রামের সাহীদা,ফিরোজা, কারিনা, মনোয়ারা ও
মনোয়ারার স্বামী বাদশার নেতৃত্বে মিনি পতিতালয় ও মাদক ব্যবসার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ডাংধরা ইউনিয়ন পরিষদের সামনে ও কাউনিয়ার চর বাজার এলাকায়
মানববন্ধন করে এলাকাবাসি। মানববন্ধনে অংশ গ্রহণ করে এলাকার কয়েক শত নর নারী।
মানববন্ধনে বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান,সদস্য আনিসুর
রহমান (বাপ্পি) ফরিদুল ইসলাম ফরিদ সহ সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় এরা বিভিন্ন এলাকা ও ঢাকা
থেকে সুন্দরী মেয়ে নিয়ে এসে এলাকার উঠতি বয়সের ছেলেদের ফুসলিয়ে নিয়ে নারী আসক্ত বানিয়ে
টাকা হাতিয়ে নিচ্ছে এবং তাদের হাতে নেশা দিয়ে মাদকাসক্ত করছে আসছে। এরকম ঘটনার কারণে
আমরা আমাদের ছেলে মেয়েদের ভালো জায়গায় বিয়েও দিতে পারি না। সবাই আমাদের খানকি
পাড়ার লোক বলে কটাক্ষ করে। এ বিপদ থেকে আমরা এলাকাবাসী মুক্তি চাই, প্রশাসনের সুদৃষ্টি
কামনা করছি। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুর রহমান বাপ্পি বলেন,কিছুদিন আগে হারুয়াবাড়ী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা ও সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সমন্বয়ে
বিট পুলিশিং আলোচনা করে এই চক্রকে সতর্ক করে দেওয়া হয়েছিল। অল্প কয়েকদিন থেমে
থাকলেও এটা আবার পুরোদমে চালিয়ে যাচ্ছে তারা । আমি ইউপি সদস্য হিসেবে তাদের এই
অনৈতিক কাজে বাঁধা দিলে মনোয়ারা তার শিশু কন্যা হত্যা করে আমাকে দোষী করে মামলা করার
হুমকি দেয়,বিষয়টি আমি চেয়ারম্যান মহোদয় কে অবগত করেছি। আমি ও আমার এলাকার সাধারণ
মানুষের মুক্তির জন্য এসব দেহ ব্যবসায়ী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনার জন্য
প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, আমি এর আগেও এমন ঘটনার কথা শুনেছি, আমি নিজে
এবং দেওয়ানগঞ্জ ও সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সহায়তায় বিভিন্নভাবে এদের বিরুদ্ধে পদক্ষেপ
নিয়েছি, আমি আবারও দেওয়ানগঞ্জ মডেল থানার নবাগত ওসি শ্যামল চন্দ্র ধর কে ও ইউএনও
মহোদয় কে বিষয়টি জানিয়েছি, প্রয়োজনে আমি ডিসি মহোদয় কে জানাবো, তার পরও যেন
আমার এলাকায় এমন কোনো অনৈতিক কাজ ও মাদকের কারবার না হয়।
আমি সানন্দবাড়ী অফিসার ইনচার্জ,দেওয়ানগঞ্জ মডেল থানা ওসি সহ ইউএনও স্যারের সর্বাত্মক
সহযোগিতা কামনা করছি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.