ফরিদ মিয়া নান্দাইলঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিভিয়াঘাটা ফাযিল মাদ্রাসায় ২০২০ সনে গভনিং বডি পদ শূন্য না থাকার পরেও বর্তমানে অত্র মাদ্রাসায় কর্মরত ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুর রহিমের পুত্র মো. মাহমুদুল হাসানকে সম্পূর্ন অবৈধ উপায়ে লাইব্রেরিয়ান পদে মোটা অংকের অর্থের বিনিময়ে তৎকালীন সময়ে নিয়োগ প্রদান করে।
নিয়োগের পর কাগজপত্র গোপন রেখে তার এমপিও ভুক্ত করা হয় এবং তিনি বেতন প্রাপ্ত হন।
অথচ এই মাদ্রাসায় ইতিপূর্ব থেকে মো. গোলাম মোস্তুফা নামে একজন লাইব্রেরিয়ান নিয়োগ প্রাপ্ত হয়ে যথারীতি সরকারী বেতন ভাতা প্রাপ্ত হয়েছেন এবং কর্মরত আছেন।
সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বিষয়টি জানতে পেরে জুলাই/২০২২ থেকে ২য় বার কথিত নিয়োগ প্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহমুদুল হাসানের বেতন ভাতা এমপিও বাতিল করে দিয়েছে।
উক্ত বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রহিমের সাথে যোগাযোগ করা হলে তিনি মাহমুদুল হাসানের এমপিও বাতিল/স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিভিয়াঘাটা ফাযিল মাদ্রাসার সাবেক সভাপতি সৈয়দ আশরাফুজ্জামান খোকন জানান, তিনি বিধি মোতাবেক নিয়োগ প্রদান করেছিলেন।
এখন বেতন ভাতা ডিজি অফিস কেন বাতিল/স্থগিত করেছেন এটা কমিটির বিষয় না। একই মাদ্রাসায় লাইব্রেরিয়ান পদে ২জন থাকতে পারে না।
এক্ষেত্রে প্রথম নিয়োগ প্রাপ্ত গোলাম মোস্তুফা বৈধ হিসাবে কর্মরত রয়েছেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.