ষআল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ-
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় ঢাকাগামী সকল ট্রেনের টিকিট এখন কালোবাজারিদের দখলে।
অন্য দিকে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ আমজাদ হোসেন জানান, টিকিট কালোবাজারিদের কাছে আমরা নিরুপায়। এ নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল; এর দায় কার?
টিকিট প্রত্যাশী যাত্রীরা জানিয়েছে, রেলওয়ের টিকিট কাউন্টারে গন্তব্যে ফেরার কোনো টিকিটই পাওয়া যাচ্ছে না। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তারা আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে একটি চক্র।
এবারের ঈদ পরবর্তী যাত্রায় এই ভোগান্তি চরম আকার ধারণ করেছে। গন্তব্যে পৌঁছানোর জন্য বাধ্য হয়ে তিনগুণ বেশি দাম দিয়ে তাদের কাছ থেকেই টিকিট কিনতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একদল টিকিট কালবাজারির অপতৎপরতায় সাধারণ যাত্রীরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট সংগ্রহ করতে পারছেন না।
দিনের শুরুতেই প্রতিদিন কালোবাজারি সিন্ডিকেট ও তাদের সহযোগীরা লাইনে দাঁড়িয়ে আগে ভাগেই সব টিকিট কিনে নেয়। পরে তাদের কাছ থেকে তিনগুণ দাম দিয়ে টিকিট নিতে বাধ্য হয় সাধারণ যাত্রীরা।
শাহা আলম ও রাকিব নামে দুজন যাত্রী জানান, ভোর হতে লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করতে না পেরে বাহিরে থেকে ১৫'শ টাকা দরে একটি করে টিকিট কিনেছি।
বামনডাঙ্গা স্টেশন এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে এখানে টিকিটের কালোবাজারি ব্যবসা চলে আসছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে পরাস্ত। এ কারণে যাত্রীদের দুর্ভোগও কমছে না।
এ বিষয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ আমজাদ হোসেন গণমাধ্যমকে জানান, আমরা এখানকার স্থানীয় না। সরকারি চাকরির করি। এখানে বদলি হয়েছে বলে কাজ করছি। আমাদের স্টাফ সংখ্যাও বেশি না।
আমরা কি করবো? টিকিট কালোবাজারিদের কাছে আমরা নিরুপায়।
আরও পড়ুন ২০ বছরে প্রথমবার সমান হলো ডলার-ইউরোর মান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.