মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ
আজ ১২ জুলাই ২০২২ খ্রীঃ রোজ মঙ্গলবার ধানুয়া কামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাঝগেদরা ঈদগাহ মাঠের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত ঈদগাহ মাঠটি ঐতিহ্যবাহী হওয়ায় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন মুন মুন জাহান লিজা, ইউএনও বকসীগঞ্জ উপজেলা পরিষদ।
অন্যতম উপদেষ্টা হিসাবে আছেন জনাব মোঃ আব্দুর রউফ তালুকদার, চেয়ারম্যান বকশিগঞ্জ উপজেলার পরিষদ।
ঈদগাহ মাঠ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা, সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য সদস্যগণের মেধা, শ্রম এবং পরামর্শক্রমে প্রতিমাসে উন্নয়ন অগ্রগতি অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ দুপুর ১২ টায় মাঠটির উত্তর-পশ্চিমাংশে সদ্য প্রাপ্ত জমিতে পিলার, গ্রেট-ভীম ও দেয়াল নির্মাণের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঝগেদরা ঈদগাহ মাঠের উপদেষ্টা জনাব মোঃ আব্দুর রউফ তালুকদার চেয়ারম্যান বকশিগঞ্জ উপজেলার পরিষদ, উপদেষ্টা জনাব মোঃ হাসান জুবায়ের হিটলার বাংলাদেশ আওয়ামীলীগ ধানুয়া কামালপুর ইউনিয়ন শাখা, সাধারণ সম্পাদক জনাব মোঃ হাফিজ মাহমুদ সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মোক্তারুজ্জামান নদু, কমিটির সদস্যবৃন্দ ও ৬ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা-যায়, ঈদগাহ মাঠটির বর্ধিত অংশের কিছু জমি নিঃশর্তে দান করেছেন মাঝগেদরা গ্রামের মৃত সুরুজ আলীর সুযোগ্য সন্তান জনাব আবুল হোসেনের বড়ভাই জনাব মোঃ আব্দুল মোতালেব হোসেন।
তার এমন মহৎ উদ্দোগ্যে উপস্থিতি এলাকাবাসী অনেক খুশি, তার জন্য দোয়া চেয়েছেন। তারা বলেন আমরা সবাই উনার জন্য দোয়া করবো, আল্লাহ তায়ালা যেন উনার দান কবুল করে নেন।
ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক জনাব মোঃ হাফিজ মাহমুদ সিদ্দিক জানান, আমাদের মাঝগেদরা ঈদগাহ মাঠ বকশিগঞ্জ উপজেলায় একটি ঐতিহ্যবাহী মাঠ।
আমি সাধারণ সম্পাদক হিসাবে ঈদগাহ মাঠের উন্নয়নে নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
আমি আপনাদের কাছে এই ঈদগাহ মাঠের উন্নয়নে সহযোগীতা ও দোয়া কামনা করি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।
আরও পড়ুন আমেরিকার ভার্জিনিয়ার আলোনজো কোলম্যান স্বপ্নে দেখা নম্বরের লটারি কিনে জিতলেন ২ কোটি টাকা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.