মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন বৃহস্পতিবার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মমতাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন সরকার, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সমাজসেবক আলহাজ্ব সেকান্দর আলী, সহকারী প্রধান শিক্ষক শরীফা বেগম, সিনিয়র শিক্ষক জীবন কুমার চক্রবর্তী অবসরপ্রাপ্ত শিক্ষর আব্দুর রেজ্জাক বিএসসিসহ অন্যান্য শিক্ষকগণ।
এসময় বক্তারা এস.এস.সি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এস.এস.সি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে।
যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে।
ভালো রেজাল্ড করতে হবে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। এসময় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে গেঞ্জি ও ফাইলপত্র বিতরণ করা হয়।
আরও পড়ুন সানন্দবাড়ীতে নদী গর্ভে বাড়ী হুমকিতে জিঞ্জিরাম সেতু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.