ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
জামালপুর জেলার ইসলামপুর ৫নং নোয়ারপাড়া ইউনিয়নের সোনামুখী দাখিল মাদরাসায় গত ৩১মে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানাগেছে, জেলার ইসলামপুর উপজেলার ৫নং নোয়ারপাড়া ইউনিয়নে ২০০২ সালে সোনামুখী দাখিল মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদরাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন জাতীয় ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে।
আগামী ৩১ জুন সারাদেশের ন্যায় শেষ ধাপের ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
নোয়ারপাড়া ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রের মধ্যে সোনামুখী দাখিল মাদরাসাটি ১নং ভোট গ্রহণ কেন্দ্র।
গত ৩১মে গভীর রাতে কেহ বা কাহারা কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দিলে মুহুর্তেই সেই আগুনে মাদরাসার ছড়িয়ে পড়ে ১টি টিনসেড ৮৫ হাত দৈর্ঘ্য ঘরটি সম্পুর্ণ আগুনে পুড়ে ভস্মিভূত হয়। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল পুড়ে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসীর ধারণা আগামী ১৫ জুন নির্বাচনে একটি কুচক্রিমহল সোনামুখী মাদরাসা ভোট কেন্দ্রে প্রভাব খাটাতে পারবে না বিধায় মাদরাসা ঘরটিতে আগুন ধরিয়ে দেয়।
সোনামুখী ভোট কেন্দ্রটি অন্যত্র নিয়ে ভোট গ্রহণ করলে দূর্বত্তরা প্রভাব বিস্তার করতে পারবে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মু. তানভীর হাসানা রোমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাসের আগুনে পুড়ে যাওয়া সোনামুখী মাদরাসাটি পরিদর্শন করেন।
ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ্জামান জানান, ২০০২ সালে সোনামুখী মাদরাসাটি স্থাপিত। আমি কয়েকবার মাদরাসাটির সভাপতি ছিলাম।
আগুন লাগার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ৩১ মে গভীর রাতে আশপাশের লোকজন ঘুমন্ত অবস্থায় থাকায় দূর্র্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে বলে তার ধারণা।
আরও পড়ুন ইসলামপুরে শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.