” ২০৩০ সালের মধ্যে ঋতুস্রাব জীবনের একটি স্বাভাবিক অংশ করে তোলা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় পার্বত্য বান্দরবানেও বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে ২৮শে মে (শনিবার) সকালে গ্লোবাল আ্যফেয়ার্স কানাডা এর অর্থায়নে,মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় এবং শ্রেয়া প্রকল্প,অনন্যা কল্যান সংগঠন(একেএস) এর বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে সচেতনতা র্যালি
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সরকারি বয়েস হাইস্কুলের সামনে এসে শেষ হয়,এতে অংশগ্রহণ করেন জেলা ডিপুটি সিভিল সার্জন ডাঃ থোয়াই অং চিং মারমা,অনন্যা কল্যান সংগঠন(একেএস) এর নির্বাহী পরিচালক মিস ডনাই প্রু নেলী,বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি কনা দে,দুদক বান্দরবান জেলা শাখার সভাপতি,অংচমং মারমা সহ বিভিন্ন সংস্থার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন দেশের ৭১ শতাংশ নারী এখনো পিরিয়ড চলাকালীন পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতন নন,সচেতনতার অভাবে নানাবিধ সংক্রমন রোগে আক্রান্ত হচ্ছেন অনেক নারী,তাই নারীদের সচেতনতা বৃদ্ধিকল্পে আজ সারাদেশের মত পার্বত্য বান্দরবানেও পালিত হচ্ছে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন পিরিয়ড সম্পর্কে সঠিক তথ্য জানা প্রতিটি নারীর জন্য গুরুত্বপূর্ণ,আমাদের দেশের প্রেক্ষাপটে নারীদের হরহামেশাই নানা স্বাস্থ্য জটিলতায় ভুগতে হয় বিষয়টি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারনে।বিশেষ করে স্বাস্থ্য সচেতনতায় স্যানিটারি ন্যাপকিনের ব্যাবহার এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয় নি।পার্বত্য বান্দরবানে অনেক দুর্গম এলাকায় বিভিন্ন উপজাতি পল্লির নারীরাও এ বিষয়ে তেমনটা গুরুত্ব দিতে চায় না,তাদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।
Leave a Reply