মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতীতে "শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)" ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী শিশু মেলা-২০২২ উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে মঙ্গলবার জেলা তথ্য অফিস আয়োজন ও উপজেলা প্রশাসন সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলা' অনুষ্ঠিত হয়।
মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ। এর আগে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় র্যালীটি একি স্থানে এসে সমবেত হয়।
এরপর উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক-আল মাসুদের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল,থানার এসআই রাজিব ভৌমিক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহরীয়ার পারভেজ,ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুস্তম আলী প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী তথ্য অফিসার মো.ইব্রাহিম মোল্লা সুমন,উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহকারী প্রোগ্রামার শেখ মো. হাবিবুল্লাহ, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি মো.নমশের আলম প্রমুখ।
এ মেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০'টি স্টল অংশগ্রহণ করে।
প্রথম দিনে ক এবং খ গ্রুপের কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাঁজো ও নৃত্যের পরিবেশিত হয়।
আগামীকাল বুধবার দ্বিতীয় দিন, মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী করা হবে।
আরও পড়ুন বান্দরবানে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.