নিজস্ব প্রতিনিধিঃ
গত সালে প্রতিবন্ধী শাহিদা কে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন করলে,
প্রতিবেদনটি দেশ বিদেশের অজস্র মানুষের নজরে আসে।
এতে অনেকেই কিছু কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যা জীবন বাঁচাতে অপ্রতুল।
সাহায্যের দেবার আড়ালে কেউ কেউ অনলাইনে প্রতারণাও করেছে বেশ কয়েকবার।
সর্বশেষ 'নেটেলার টাংগাইল ঢাকা নামীয় আইডি হতে প্রতারণার ফাঁদ পেতে ছিল।
যার মোবাইল নম্বর ০১৩০৭০১৩৭০৮/ ০১৭৯৪৮৯১৭৭৭। যা সাহিদার ফেসবুক আইডি
হতে পাওয়া।
প্রকাশ থাকে যে, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের
প্রত্যন্ত গ্রাম সানন্দবাড়ী লম্বাপাড়া। একটি হত দরিদ্র পরিবার মৃত ছফর আলীর
সহধর্মীনি শামেলা বেগম, যার বড় মেয়ে শারীরিক প্রতিবন্ধী সাহিদা আক্তার বিএ
(২৮), মানষিক প্রতিবন্ধী বাবুল (২৫) ও একমাত্র উপার্জনক্ষম কিশোর লাভলুকে
(২৩) নিয়ে চলে সংসার।
প্রতিবন্ধি শাহিদা বলেন আমি ভিক্ষা চাই না, আমার চাকরী করার সকল
যোগ্যতা আছে, আমার মাথা ঠিক আছে, আমি কম্পিউটারের কাজ জানি, আমি
চাকরী চাই, আমি চাই না কেউ আমার জন্য ভিক্ষার হাত বাড়াক। "
প্রতিবন্ধি শাহিদা সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি, ২০১২
সালে সানন্দবাড়ী ডিগ্রী কলেজ থেকে এইচএসসি ও ২০১৭ সালে স্নাতক ডিগ্রী
এবং কারিগরী শিক্ষা বোর্ডের অধিনে ছ'মাস মেয়াদি কম্পিউটার কোর্স করেন।
শাহিদা জানান আপনারা নিউজ করার পর কেয়া কসমেটিকস একটা কম্পিউটার
কিনে দিয়ে ছিলো, ঘরের চালা ভালো না থাকায় বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে।
তার ভবিষ্যৎ পরিকল্পনা বিষয় জানতে চাইলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চোখে
বৃষ্টির ফোটার মত জল গড়িয়ে পড়তে থাকে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.