নিজস্ব প্রতিনিধিঃ- জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলার ০২ নং চর
আমখাওয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক ডেলিভারীর জন্য মিডওয়াইফ যোগদান উপলক্ষে গর্ভবতী মা ও দুগ্ধদানকারী মা এবং কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সভা সমাবেশ অনুষ্ঠিত হয়।
২১ মে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অত্র
ইউনিয়নের সকল ওয়ার্ডের গর্ভবতী ও দুগ্ধদানকারী মা ও কিশোরীদের উপস্থিতিতে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, প্রধান অতিথি দেওয়ানগঞ্জ উপজেলার স্বাস্থ্য বিষয়ক চার্জ ইন্সপেক্টর মোঃ সিরাজুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান, মিডওয়াইফ মোছাঃ আরিফা খাতুন সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে আসা সি এইচ সি পি ও স্বাস্থ্যসহকারীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সিরাজুল ইসলাম বলেন- মা ও শিশুর স্বাস্থ্য বিকাশ ও মা শিশু মৃত্যুর হার শুন্যের কোঠায় নামিয়ে আনতে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখহাসিনা প্রতিজ্ঞাবদ্ধ।
তারই ফলশ্রুতিতে প্রতিটি ইউনিয়নে উপ-স্বাস্থ্য কেন্দ্র স্থাপন সহ জনসংখ্যার ভিত্তিতে প্রতি ৬ হাজারে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে।
আর এই সেবা আরও উন্নত করতে, গর্ভকালীন বিভিন্ন রকম চেকআপ/ পরামর্শ সহ গ্রাম এলাকায় অদক্ষ দাই এর কারনে যাতে আর কোন মা/ শিশুর মৃত্যু না হয় সে লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে একজন মিডওয়াইফ নিয়োগ করা হয়েছে।
সমাবেশে সকল বক্তাগণ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে এসে গর্ভকালীন নানান সেবা সহ স্বাস্থ্য বিষয়ক সকল সেবা গ্রহন করার জন্য উপস্থিত মা-বোনদের সকলের প্রতি আহ্বান জানান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.