ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে ৬ ইউপি নির্বাচনে (১৯ মে) বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ সংরক্ষিত ১ ও সাধারণ সদস্য পদে ১ জন প্রার্থীর মনোনয়ন পত্র প্রাথমিক ভাবে অবৈধ ঘোষণা করেছেন দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসারা।
আগামী ১৫ জুন ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে জেলার ইসলামপুরের ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত ৮৩ জন, সাধারণ সদস্য পদে ২২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
চেয়ারম্যান পদে যে সব প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিক ভাবে পত্র না করা হয়েছে তারা হলেন ইসলামপুরের ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত ৮৩ জন, সাধারণ সদস্য পদে ২২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
চেয়ারম্যান পদে যে সব প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিক ভাবে পত্র না করা হয়েছে তারা হলেন- চিনাডুলী ইউনিয়নের আব্দুস ছালাম (নৌকা), সাপধরী ইউনিয়নের জয়নাল আবেদীন বিএসসি (স্বতন্ত্র), পার্থশী ইউনিয়নের এরশাদ হোসেন (স্বতন্ত্র), বেলগাছা ইউনিয়নের শামসুল আলম ঘেরু (স্বতন্ত্র)।
ইসলামপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোক্তার হোসেন জানান, প্রাথমিক ভাবে মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হওয়া প্রার্থীদের আগামী তিন দিনের মধ্যে জেলা নির্বাচন অফিসার ও আপিল গ্রহণকারী কর্তৃপক্ষ ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ এর বরাবর আপিল করার সুযোগ রয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যরাও আপিল করতে পারবেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চেয়ারম্যান পদে-৩৪ জন, সংরক্ষিত সদস্য পদে-৮৩ জন ও সাধারণ সদস্য পদে ২২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে চিনাডুলী ও পার্থশী ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তা মেলান্দহ উপজেলা নির্বাচন অফিসার জামান হোসেন চৌধুরী ,
কুলকান্দী ও বেলগাছা মোঃ মোক্তার হোসেন উপজেলা নির্বাচন অফিসার ইসলামপুর , মেলান্দহ উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তফসিল অনুযায়ী ২৬ মে প্রত্যাহার এবং ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.