আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ-
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসি।
‘ভাট চাই, ভোট আমাদের অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (১৬ মে) উপজেলার বনগ্রাম, কামারপাড়া ও জামালপুর ইউনিয়নের মানুষ উপজেলা পরিষদের সামনে এসব কর্মসুচির আয়োজন করে।
এর আগে চলতি বছরের গত ২৫ এপ্রিল এই তিন ইউনিয়নসহ দেশের কয়েকটি জেলার বেশকিছু ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়।
কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের ওই তফসীল থেকে গত বৃহস্পতিবার (১২ মে) এই তিন ইউনিয়নের নির্বাচন বাদ দেওয়া (স্থগিত করা) হয়।
অবস্থান ধর্মঘট ও মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শাহাজাহান সরকার, উপজেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বনগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম, কামারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শাহাজাহান মিয়া, এলাকাবাসী ফজলুল কাফি মাসুম, মেহেদি হাসান প্রমূখ।
উপজেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, বর্তমান বনগ্রাম ইউপি চেয়ারম্যান শাহীন সরকার, জামালপুর ইউপির চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল ও কামারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুল গোফ্ফার সরকার ভোটবিহীনভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য নির্বাচন কমিশনে অভিযোগ করছেন এবং ইউপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালাচ্ছেন।
বনগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলম বলেন, তফসীল ঘোষণার পর তিনটি ইউনিয়নে ভোটের উৎসব শুরু হয়েছিল।
সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচার প্রচারণায় এলাকা মুখরিত হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ করে ভোটগ্রহন স্থগিত করায় জনগন ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত হলো।
বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহাজাহান বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যানরা ভোটবিহীন দীর্ঘদিন ক্ষমতায় থাকতে নানা চক্রান্ত করছেন। একই ব্যক্তি দীঘদিন ভোটবিহীন ক্ষমতায় থাকলে তিনি স্বেচ্ছাচারি হতে পারেন।
তাঁর দ্বারা উন্নয়ন হবে না। তিনি আরও বলেন, ভোট প্রদান মানুষের গণতান্ত্রিক অধিকার। তাই নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি।
ভোটবিহীন দীঘদিন ক্ষমতায় থাকার ষড়যন্ত্র প্রসঙ্গে জানতে বনগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহীন সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
জামালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল ও কামারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুল গোফ্ফার সরকারের ফোন বন্ধ পাওয়া যায়।
প্রসঙ্গত. সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, সম্প্রতি সাদুল্লাপুর পৌরসভা বাস্তবায়নে বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়নের ১৬টি গ্রামকে শহর ঘোষণা ও সীমানা নির্ধারন সংক্রান্ত দুই দফায় দুইটি গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এই গেজেটের সুত্র ধরে ওই তিনটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানরা নির্বাচন হওয়া না হওয়ার বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেন।
অভিযোগের প্রেক্ষিতে এ তিনটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
আরও পড়ুন গোবিন্দগঞ্জে হাসনা ট্রেডার্সে ১২ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.